আজ-
Bangla Live Radio Station Theme

Labels

Google Add

পথশিশুদের হাসি ফোটাবে এখানেই ডটকম

Sakib
Monday 13 June 2016
Last Updated 2022-10-16T08:00:37Z
Google Add Code Here
ঢাকা : দেশের সেরা অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম অব্যবহৃত পণ্য বিক্রি করে এই ঈদে বাড়তি টাকা আয় করার সুযোগের সঙ্গে সমাজের শিশুদের সাহায্য করার সুযোগ যুক্ত করলো। পথশিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব পদক্ষেপ ‘সেল ফর অ্যা স্মাইল ক্যাম্পেইন’ শুরু করেছে এখানেই ডট কম। ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে পথশিশুদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ক্লাসিফাইড এ সাইটটি। দেশের সকল এখানেই ডট কম ব্যবহারীদের উক্ত ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য আহবান করেছে এখানেই ডট কম।

এবারের ঈদকে শিশুদের জন্য স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পেইনের আওতায় বিক্রেতারা এখানেই ডট কমে বিজ্ঞাপণ দিয়ে এ সকল শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে পারার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বিক্রেতার দেয়া পোস্ট থেকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ ঈদের উপহার ক্রয় করার কাজে ব্যয় করা হবে। শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশন নামে দুটি এনজিও-এর মাধ্যমে শিশুদের হাতে উপহার তুলে দেবে এখানেই ডট কম।

 এখানেই ডট কম বিশ্বাস করে প্রতিটি শিশু দেশের ভবিষ্যৎ এবং প্রতিটি শিশুরই আছে সবার সঙ্গে মিলে সমানভাবে বেঁচে থাকার অধিকার। পবিত্র রমজান মাসে শিশুদের জন্য এধরনের পদক্ষেপ এখানেই ডট কম ব্যবহারকারী এবং শিশুদের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে। ঈদ উপহার দেয়ার পাশাপাশি এ রমজান মাসে শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ইফতার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে এখানেই ডট কম।

ঢাকা : দেশের সেরা অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম অব্যবহৃত পণ্য বিক্রি করে এই ঈদে বাড়তি টাকা আয় করার সুযোগের সঙ্গে সমাজের শিশুদের সাহায্য করার সুযোগ যুক্ত করলো। পথশিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব পদক্ষেপ ‘সেল ফর অ্যা স্মাইল ক্যাম্পেইন’ শুরু করেছে এখানেই ডট কম। ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে পথশিশুদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ক্লাসিফাইড এ সাইটটি। দেশের সকল এখানেই ডট কম ব্যবহারীদের উক্ত ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য আহবান করেছে এখানেই ডট কম।

পথশিশুদের হাসি ফোটাবে এখানেই ডটকম

এবারের ঈদকে শিশুদের জন্য স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেয়া হয়। ক্যাম্পেইনের আওতায় বিক্রেতারা এখানেই ডট কমে বিজ্ঞাপণ দিয়ে এ সকল শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে পারার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বিক্রেতার দেয়া পোস্ট থেকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ ঈদের উপহার ক্রয় করার কাজে ব্যয় করা হবে। শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশন নামে দুটি এনজিও-এর মাধ্যমে শিশুদের হাতে উপহার তুলে দেবে এখানেই ডট কম।

 এখানেই ডট কম বিশ্বাস করে প্রতিটি শিশু দেশের ভবিষ্যৎ এবং প্রতিটি শিশুরই আছে সবার সঙ্গে মিলে সমানভাবে বেঁচে থাকার অধিকার। পবিত্র রমজান মাসে শিশুদের জন্য এধরনের পদক্ষেপ এখানেই ডট কম ব্যবহারকারী এবং শিশুদের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে। ঈদ উপহার দেয়ার পাশাপাশি এ রমজান মাসে শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ইফতার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে এখানেই ডট কম।
iklan
মন্তব্য
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl

Google Add